মুসা বিন শমসেরকে আবারো দুদকে তলব

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য স্বঘোষিত ধনকুবের ও রহস্যময় ব্যক্তিত্ব প্রিন্স মুসা খ্যাত মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। তাকে আগামী ১৩ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি।  

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে তার অবৈধ সম্পদ অর্জন অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের পরিচালক মীর  মো. জয়নুল আবেদীন শিবলী দুটি চিঠি পাঠান। একটি চিঠিটি তার ঢাকা বানানীতে (ব্লক নং-১, রোড নং-১ বাসা নং- ৫৭) অবস্থিত  ডেটকো অফিসে পাঠানো হয়েছে। অপরটি তার গুলশান-২ এ অবস্থিত ( রোড নং-৮৪, বাড়ি নং-১৫) ‘দি প্যালেস ঢাকা’-তে পাঠানো হয়েছে।

দুদক সূত্র জানায়, গত ৭ জুন ২০১৫ তারিখে  ডেটকো গ্র“পের মালিক ও আলোচিত ব্যবসায়ী  মুসা বিন শমসেরের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও অনুসন্ধানের জন্য আবার মূলত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।  একই সঙ্গে তার দাখিলকৃত সম্পদ বিবরণীর সম্পদের উৎস সমর্থনে  রেকর্ডপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। কমিশনের আইনের ১৯ ও ২০ ধারায় ও কমিশন বিধিমালার ২০ বিধির ফৌজদারী বিধির ১৬০ ধারা  মোতাবেক এ  নোটিশ  প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top