বাকৃবি শিক্ষক সমিতির কর্মবিরতি

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  অষ্টম বেতন কাঠামোতে অর্থমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি পূরণ ও সকল অসঙ্গতি দূরীকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার কৃষি অনুষদের করিডরে শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন।
বেলা ১১টা থেকে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খন্দকার শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মনোরঞ্জন দাস, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ, অধ্যাপক ড. আব্দুল্লাহ ইকবাল, অধ্যাপক মো. সাইদুর রহমান প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top