সেবা ডেস্ক: অ্যালোভেরা বা ঘৃতকুমারী মোটামুটি সবাই চেনে। প্রাচীনকাল থেকেই ভেষজ চিকিত্সা শাস্ত্রে অ্যালোভেরার ব্যবহার হয়ে আসছে। বর্তমান সময়েও রূপচর্চায় অ্যালোভেরার নানাবিধ ব্যবহার দেখা যায়। এবার দেখে নেয়া যাক রূপচর্চায় অ্যালোভেরার কিছু ব্যবহার-
* রোদের পোড়াভাব দূর:
রোদের পোড়াভাব দূর করতে অ্যালোভেরা বেশ কার্যকর। এছাড়াও ত্বককে মসৃণ রাখতে, দাগ মুক্ত করতে এবং ত্বকে ব্রণের উপদ্রব কমাতে এটি বেশ কার্যকরী। অ্যালোভেরা থেকে জেল বের করে এটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
দাগ দূর করে।
* মেছতার দাগ দূর করতে:
মেছতার দাগ দূর করতে অ্যালোভেরার নির্যাসের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে আঙুলের ডগার মাধ্যমে আলতোভাবে ত্বকে খানিকক্ষণ ঘষতে পারেন। এভাবে নিয়মিত চর্চা করলে উপকার পাবেন।
* ব্রণ নিরাময়ে
অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-ফ্লামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের ব্রণ নিরাময়ে সহায়তা করে।
* চুলের যত্নে
নিয়মিত অ্যালোভেরার শরবত খাওয়া চুলের জন্য উপকারি। এতে চুল পড়া অনেকাংশে কমে যায়। খুশকি কমাতেও এটি সহায়ক।
* ওজন কমাতে
অ্যালোভেরায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট নামক উপাদান যা ওজন কমাতে সহায়তা করে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।