নাশকতা মামলায় ফখরুলসহ ২৩ নেতাকর্মীর অভিযোগ গঠন ফের পেছাল

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে শাহজাহানপুর থানার নাশকতা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়ে গেছে।
 
সোমবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এই শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি নতুন দিন রেখেছেন ঢাকা মহানগর দ্রুত বিচার আদালতের হাকিম আতিকুর রহমান।
 
মামলার নথিপত্রে দেখা যায়, মির্জা ফখরুলের দেশের বাইরে থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আসামিপক্ষ বার বার শুনানি পেছানোর সময় চেয়েছে।
 
এ আদালতের পেশকার মিজানুর রহমান বলেন, এ মামলার আসামিরা অনেকেই ‘ভিআইপি’। তাদের পক্ষে বার বার চিকিৎসা সনদ দাখিল করে সময় চাওয়া হয়েছে। এর মধ্যে একদিন শুনানি শুরু হলেও অন্তত ১৮ বার তারিখ পেছানোয় তা আর শেষ হয়নি।
 
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মহানগর এলাকায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু বলেন, রাষ্ট্রপক্ষের কোনো সহকারী কৌঁসুলি বিষয়টি আমাকে জানায়নি। এই আসামিদের জামিন বাতিল করে গ্রেপ্তাররি পরোয়ানা জারি করা উচিৎ। প্রয়োজনে তাদের অনুপস্থিতিতেই বিচার শুরু করা উচিৎ।
 
সোমবার মামলার অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আদালতে উপস্থিত হলেও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পক্ষে শুনানি পেছানোর আবেদন করেন তাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ।
 
তিনি বলেন, হাই কোর্টের অনুমতি নিয়ে মওদুদ আহমদ বিদেশে গেছেন। আমানও চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। আর আলাল আদালতে আসতে পারেননি। এ কারণে তারা সময়ের আবেদন করেছেন।
 
২০১৩ সালের ২ মার্চ বিএনপির হরতাল চলাকালে শাহজাহানপুর থানা এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে শাহজাহানপুর থানার এসআই আশরাফ আলী এই মামলা দায়ের করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top