সেবা ডেস্ক: স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে হাইকোর্ট। গোপালগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী মিনা সুলতানা (২১) কে কুপিয়ে হত্যার দায়ে স্বামী তুহিন কাজীকে (৩৫) মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার ওই রায় বহাল রাখেন।
আদালতে আসামির পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাডভোকেট এসএম শাহজাহান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যার্টনি জেনারেল শেখ মো. মনিরুজ্জামান কবির শুনানি করেন।
গোপালগঞ্জের সদর উপজেলার অধিবাসী তুহিন কাজী তার স্ত্রী মিনা সুলতানার নিকট আড়াই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক না পাওয়ায় ২০০৭ সালের ১০ আগস্ট রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরের দিন মিনার বাবা আলমগীর শিকদার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তুহিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় মিনা দম্পতির ১০ বছরের ছেলে মা হত্যার ঘটনার মর্মস্পর্শী বর্ণনা দেন আদালতে।
পরে ২০১১ সালের ২৭ জানুয়ারি গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল তুহিন কাজীকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামি। ওই আপিলের শুনানি নিয়ে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখে।
