সেবা ডেস্ক: ‘আপনাদের কথা শুনে আমরা চলে এসেছি। আপনাদের পাশে পেয়ে খুব ভাল লাগছে। আর সব সময় পাশেই থাকতে চাই। খেলার পাশাপাশি কাজও করতে চাই আপনাদের সঙ্গে।
কথাগুলো বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মারশাফি বিন মর্তুজা ও ওপেনার সৌম্য সরকার। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন ও জাহানারা আলম।
শুক্রবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বিবিসি মিডিয়া একশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানে যোগ দিতে এসে তারা এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে তারা একটি সি-প্লেনে চড়ে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর মানিকখালী অবতরণ করেন। সেখান থেকে তারা সড়ক পথে আসেন তালা উপজেলায়।
বিবিসি মিডিয়া একশনের আয়োজনে ‘আমরাই পারি’ অনুষ্ঠানের বিভিন্ন শুটিং-এ অংশ নেন চারজন। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। সাধারণ মানুষ তাদের এক নজর দেখার জন্য নারায়ণপুর গ্রামে আসতে থাকেন। কিন্তু পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার কারণে অনেকে তাদের দেখতে পারেনি। বিকেল তারা তিনটা ১৫ মিনিটে খুলনার উদ্দেশ্যে রওনা করেন।
