মঙ্গলবার আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা খুলনায় পৌঁছেছে। শুক্রবার দুপুর দুইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে নগরীর অভিজাত ‘হোটেল সিটি ইন’ এ এসে পৌঁছান টাইগাররা।
টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা ও সৌম্য সরকার ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারের মধ্যে ২৫ জন ক্রিকেটার খুলনায় এসেছেন। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা যশোর বিমানবন্দর থেকে সড়ক পথে খুলনায় পৌঁছে নগরীর পুলিশ লাইন মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
জানা গেছে, সৌম্য সরকারের আমন্ত্রণে শুক্রবার সকালে সাতক্ষীরা গেছেন টাইগার দলপতি মাশরাফি। প্রথমবারের মত সি-প্লেনে ঢাকা থেকে সাতক্ষীরা গেছেন তারা। সাতক্ষীরা থেকে শুক্রবার রাতেই খুলনায় পৌঁছানোর কথা রয়েছে মাশরাফি ও সৌম্যের ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে আগামী ১৫ জানুয়ারি। মূল ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুটি প্রস্তুতি ম্যাচ হবে শনিবার  ও রবিবার। সিরিজের চারটি ম্যাচ যথাক্রমে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
খেলার সময়সূচি এখনও চূড়ান্ত না হলেও দিবা-রাত্রির ম্যাচ হবে বলে ধারণা করা হচ্ছে।
জিম্বাবুয়ে ক্রিকেট দল আগামী ১১ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। পরের দিন তারা খুলনায় যাবে।
জিম্বাবুয়ে ক্রিকেট দল ২৩ জানুয়ারি খুলনা ত্যাগ করলেও বাংলাদেশ ক্রিকেট দল ৩১ জানুয়ারি পর্যন্ত খুলনায় অবস্থান করবে।  যুব বিশ্বকাপ শুরু হচ্ছে বলে ঢাকা, চট্টগ্রাম ও ফতুল্লা স্টেডিয়াম ব্যস্ত থাকবে। এজন্য টিম ম্যানেজমেন্ট খুলনার আবু নাসের স্টেডিয়ামকে অনুশীলনের জন্য বেছে নিয়েছেন। এ জন্য ২৩ দিন সাকিব আল হাসান ও মুস্তাফিজদের খুলনায় থাকতে হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top