সেবা ডেস্ক: নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এই আদেশ দেন।
মির্জা আব্বাসের আইনজীবীরা জানিয়েছেন, সকালে রাজধানীর মতিঝিল ও পল্টন থানার পৃথক দুই নাশকতার মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মির্জা আব্বাস। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।