সেবা ডেস্ক: যৌথ প্রযোজনার ‘হিরো ৪২০’ ছবির শুটিং এখন শেষের দিকে। বাংলাদেশ অংশের পরিচালক সৈকত নাসের জানিয়েছেন ছবির শুটিং ৭০ শতাংশ শেষ হয়েছে। ভারতীয় বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ, বাকি শুটিং হচ্ছে ঢাকায়, সেটিও শেষের পথে। পরিচালক বলেন, আজ থেকে ঢাকার বেশ কিছু লোকেশনে ছবির শুটিং করা হবে টানা ১০-১২ দিন। এর পরই শেষ হবে শুটিংয়ের কাজ। শুটিংয়ে অংশ নেবেন কলকাতার ওম ও বাংলাদেশের ফারিয়াসহ কিছু সহশিল্পী।’কোথায় শুটিং হবে, এমন প্রশ্নের জবাবে পরিচালক সৈকত বলেন, আজ লালবাগের কেল্লায় শুটিং করার কথা রয়েছে। ১০ তারিখ সাভার গল্ফ ক্লাবে, ১১ তারিখ এফডিসিতে শুটিং করব। ফারিয়া আর ওম ছাড়া বাকিদের কাজ আমি শেষ করেছি। আমি যেহেতু একসঙ্গে দুই ক্যামেরায় শুটিং করি সেজন্য আমার সময় কিছুটা বেঁচে যায়। সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে কাজটি আপনাদের উপহার দিতে পারি।’
এরই মাঝে ছবিটির একটি গানের অংশ অনলাইনে ছাড়া হয়েছে। এই গানে রিয়া সেন ও ওমকে দেখা যায়। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত এই ছবিতে আরো অভিনয় করেছেন আহমেদ শরিফ, শিমুল খান, তানভির তনু, রেবেকা, আশীষ বিদ্যার্থী প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।