
শীর্ষস্থানীয় শিয়া নেতা নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে তীব্র কূটনৈতিক বাদানুবাদে জড়িয়ে পড়েছে সৌদি আরব ও ইরান। অঞ্চলটিতে চলমান উত্তেজনার জন্য রিয়াদকে দায়ী করছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করছে দূতাবাসে হামলাকে উত্তেজনা সৃষ্টি করার অজুহাত হিসেবে ব্যবহার করছে রিয়াদ। এসময় বিদেশি কূটনীতিকদের রক্ষা করতে ইরানের দায়বদ্ধতার বিষয়টি পুনর্ব্যক্ত করে তেহরান।
ইরানের আরো অভিযোগ, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি থেকে বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নেয়ার চেষ্টা করছে। সূত্র: বিবিসি, রয়টার্স
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।