অ্যাশেজেও হতে পারে দিবা-রাত্রির টেস্ট!

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য পরবর্তী অ্যাশেজ সিরিজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। আর এ কারণেই চলতি বছর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সফরে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের জন্য দুটি দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 
এডিলেডে গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত গোলাপী বলে টেস্ট ম্যাচ আয়োজিত হয়। আর কৃত্রিম আলোতে খেলা এই টেস্ট ম্যাচের দারুণ সফলতায় ২০১৭-১৮ মৌসুমে এ্যাশেজ সিরিজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের সম্ভাবনাকে আরো জোরালো করেছে। সমর্থকদের আগ্রহও এখানে প্রাধান্য পেয়েছে।  সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের সময় সাদারল্যান্ড এবিসি রেডিওকে বলেছেন, এটা অবশ্যই বিবেচনায় আছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে এখনো আনুষ্ঠানিক কোন আলোচনা হয়নি। তবে এডিলেডে টেস্ট ম্যাচের অভাবিত সাফল্য চলতি মৌসুমে অন্তত একটি দিবা-রাত্রির ম্যাচ খেলতে আমাদের অনুপ্রাণিত করেছে। পরিস্থিতি এমন হয়েছে যে ২০১৭-১৮ মৌসুম থেকে অ্যাশেজে হয়তোবা এটাই নিয়মিত ব্যাপারে পরিণত হতে পারে। 
ঐতিহাসিক এডিলেড ম্যাচে প্রথম তিনদিনে প্রায় ১ লক্ষ ২৪ হাজার দর্শক মাঠে উপস্থিত ছিল। এর মধ্যে প্রথম দিনেই ছিল ৪৭ হাজার দর্শক যা ১৯৩২-৩৩ সালে এডিলেডে শুরু হওয়া টেস্ট ইতিহাসে সর্বোচ্চ।  সাদারল্যান্ডের মতে সঠিক পরিস্থিতিতে, সঠিক কন্ডিশনে, সঠিক সময়ে রাতের বেলায় টেস্ট ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া সবসময়ই আগ্রহী। বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top