
এডিলেডে গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত গোলাপী বলে টেস্ট ম্যাচ আয়োজিত হয়। আর কৃত্রিম আলোতে খেলা এই টেস্ট ম্যাচের দারুণ সফলতায় ২০১৭-১৮ মৌসুমে এ্যাশেজ সিরিজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ আয়োজনের সম্ভাবনাকে আরো জোরালো করেছে। সমর্থকদের আগ্রহও এখানে প্রাধান্য পেয়েছে। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের সময় সাদারল্যান্ড এবিসি রেডিওকে বলেছেন, এটা অবশ্যই বিবেচনায় আছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে এখনো আনুষ্ঠানিক কোন আলোচনা হয়নি। তবে এডিলেডে টেস্ট ম্যাচের অভাবিত সাফল্য চলতি মৌসুমে অন্তত একটি দিবা-রাত্রির ম্যাচ খেলতে আমাদের অনুপ্রাণিত করেছে। পরিস্থিতি এমন হয়েছে যে ২০১৭-১৮ মৌসুম থেকে অ্যাশেজে হয়তোবা এটাই নিয়মিত ব্যাপারে পরিণত হতে পারে।
ঐতিহাসিক এডিলেড ম্যাচে প্রথম তিনদিনে প্রায় ১ লক্ষ ২৪ হাজার দর্শক মাঠে উপস্থিত ছিল। এর মধ্যে প্রথম দিনেই ছিল ৪৭ হাজার দর্শক যা ১৯৩২-৩৩ সালে এডিলেডে শুরু হওয়া টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। সাদারল্যান্ডের মতে সঠিক পরিস্থিতিতে, সঠিক কন্ডিশনে, সঠিক সময়ে রাতের বেলায় টেস্ট ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া সবসময়ই আগ্রহী। বাসস।