হতাশ হ্যালি বেরি

Unknown
0
সেবা ডেস্ক:  তিনিই প্রথম ধুমকেতুর মতো কোনও আফ্রো-আমেরিকান হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন। কিন্তু তারপর? তারপর আর কোনও কৃষ্ণাঙ্গ অভিনেত্রী এখনও পর্যন্ত সেই সম্মান পাননি। চলতি বছরও অস্কারে কৃষ্ণাঙ্গ তারকারা বর্ণবাদের শিকার হয়েছেন। আর এ নিয়ে হতাশ হলিউড অভিনেত্রী হ্যালি বেরি।
 
প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কার জেতা এই অভিনেত্রী চান এই সম্মানিত আসরে অন্য কৃষ্ণাঙ্গ তারকারাও পুরস্কার জিতুক।
 
হ্যালি বেরি ‘মনস্টার’স বল’ ছবিতে অভিনয়ের জন্য যখন অস্কার পেয়েছিলেন, অ্যাকসেপট্যান্স স্পিচে তার আবেগ দেখেছিল গোটা বিশ্বের সিনেমাপ্রেমীরা।
 
এ নিয়ে তার বক্তব্য, ‘বলেছিলাম, আমার এই পুরস্কার পাওয়া একটা দরজা খুলে দিল। ১৫ বছর ধরে অপেক্ষা করছি। দরজা খুলে আর একজনও ভিতরে ঢুকল না! খুব কষ্ট হয় এসব ভাবলে।’
 
হ্যালি বেরির মতে, অস্কারে শুধু শ্বেতাঙ্গদের আধিপত্য থাকা উচিত নয়। কারণ তাদের পাশাপাশি কৃষ্ণাঙ্গরাও সমান ভূমিকা রাখছে হলিউডে। তাই অস্কার কর্তৃপক্ষের উচিত পুরস্কার জুরিবোর্ডে বর্ণবৈষম্যতা দূর করে সবার সমান অধিকার নিশ্চিত করা।
 
তিনি আরও জানান, অস্কারে শুধু বর্ণবৈষম্যতা করা হচ্ছে তাই নয়, অন্যান্য দেশের সিনেমা এবং তারকাদেরও মূল্যায়ন করা হচ্ছে না।
 
৪৯ বছর বয়সী অভিনেত্রী অপেক্ষায় আছেন কবে এই সাদা-কালোর বিভেদ দূর হবে। সেই সঙ্গে পরবর্তী অস্কার জয় করা অভিনেতা-অভিনেত্রীদের দেখার আশায় রয়েছেন এই খ্যাতিমান তারকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top