সেবা ডেস্ক: অ্যাপলের সহায়তা ছাড়াই সান বার্নার্দিনো হামলাকারী রিজওয়ান ফারুকের আইফোন আনলক করতে সক্ষম হয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই কথা নিশ্চিত করেছে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের আদালত অ্যাপলকে রিজওয়ান ফারুকের আইফোন থেকে তথ্য পুনরুদ্ধারে সহায়তা করতে বিশেষ সফটওয়্যার তৈরি করে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু অ্যাপল এই নির্দেশের বিরোধিতা করে এবং এই বিষয়ে তাদের আদালতে সম্মুখীন হতে হয়। কিন্তু কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, তারা অ্যাপলের সহায়তা ছাড়াই ফোন আনলক করতে সক্ষম হয়েছেন এবং আদালতের ওই আদেশ প্রত্যাহার করে নিতে বলেছেন।
গত ডিসেম্বরে সান বার্নার্দিনোতে রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিক ১৪ জনকে গুলি করে হত্যা করে। ইসলামিক স্টেটের এই কথিত সমর্থক দম্পতিকে গুলি করে হত্যা করে পুলিশ। গত সপ্তাহে প্রসিকিউটররা জানিয়ে ছিল ‘বাইরের কেউ’ অ্যাপলের সহায়তা ছাড়াই আইফোন আনলক করার পদ্ধতি প্রদর্শন করেছে। এবং অ্যাপলকে সহায়তায় বাধ্য করার বিষয়ে আদালতের শুনানি এই জন্য পিছিয়ে দেয়া হয়। ওই সময় অ্যাপল জানিয়ে ছিল তারা বুঝতে পারছে না কিভাবে আনলক করা হবে। এবং আশা প্রকাশ করেছিল আইফোনের এই নিরাপত্তা দুর্বলতা যুক্তরাষ্ট্র সরকার জানতে পারলে যেন সেটা তাদের জানায়। বিবিসি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।