সেবা ডেস্ক: মা হওয়ার পর এমিলি ব্লান্ট ঠিক করেছেন, ক্যামেরার সামনে আর নগ্ন হবেন না। মেয়ে হেজেলের জন্ম দেওয়ার পর ৩৩ বছরের অভিনেত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।
শুধু তাই নয়, এমিলি ব্লান্ট আর এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না, যাতে বর্ণবিদ্বেষ কিংবা হিংস্রতা আছে। সূত্র- গালফ নিউজ।
এমিলির ভাষায়, ‘আমি এখন আর ২২ বছরের নেই। কাজেই পর্দায় নগ্ন হতেও স্বচ্ছন্দ নই আর। তাছাড়া আমার মনে হয়, অনেক সময়ই ছবিতে দরকার না থাকা সত্ত্বেও নগ্ন দৃশ্য রাখা হয়।’
কাজ আর একই সঙ্গে দু’বছরের মেয়েকে মানুষ করা মুশকিল হয়ে পড়েছে এমিলির পক্ষে। এর মধ্যে তিনি দ্বিতীয়বার সন্তানসম্ভবা। তাই কাজের ক্ষেত্রেও ভেবেচিন্তেই পা ফেলবেন এই তারকা।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।