র‌্যাংকিংয়ে এগোলেন সাব্বির-মুস্তাফিজ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:   সুপার টেনে কোনো ম্যাচ না জিতলেও প্রাপ্তির পাল্লাটা একেবারে শূন্য নয় টাইগারদের। ব্যাটিং ও বোলিংয়ের সেরা দশে রয়েছেন বাংলাদেশের ৬ জন। আর এই পারফর্মেন্সের প্রতিফলন পড়েছে আইসিসি র‌্যাংকিংয়ে।
মঙ্গলবার আইসিসি প্রকাশিত র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন সাব্বির। বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪.৫০ গড়ে ও ১২৩.৫২ স্ট্রাইক রেটে ১৪৭ রান করেন টপ অর্ডার ব্যাটসম্যান সাব্বির।
চোটের জন্য বাংলাদেশের সর্বশেষ নয় ম্যাচের ছয়টিতেই খেলা হয়নি মুস্তাফিজের। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দলের সাত ম্যাচের তিনটিতে খেলেই আট ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন কাটার স্পেশালিস্ট মুস্তাফিজ। টুর্নামেন্টে ৯.৫৫ গড়ে ৯ উইকেট নেন মুস্তাফিজ। ওভার প্রতি ৭.১৬ করে রান দেওয়া এই তরুণ বাঁহাতি পেসারের সেরা ২২ রানে ৫ উইকেট।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। তার পেছনে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান (৩৪৬)।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top