কদমতলীতে হেলে পড়েছে বহুতল ভবন

Unknown
সেবা ডেস্ক:  রাজধানীর কদমতলীর আহম্মেদবাগে একটি বহুতল ভবন হেলে পড়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে ভবন হেলে পড়ার খবর আসে। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, কদমতলী থানার মোহাম্মদবাগ কলেজ রোডের চারতলার একটি ভবন পাশের একটি ছয়তলার ওপর হেলে পড়েছে বলে মনে হচ্ছে। রাজউক ও সিটি করপোরেশনের লোকদের খবর দেয়া হয়েছে। বিশেষজ্ঞ এলে বিষয়টি পরিষ্কার হবে।’
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আরশাদুল ইসলাম বলেন, ‘দুই ভবনের মালিকই বলছে অপর ভবন তার ভবনের ওপর হেলে পড়েছে। তাই স্বাভাবিক বলা মুশকিল কোন ভবন কোন ভবনের ওপর হেলে পড়েছে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top