সেবা ডেস্ক: রাজধানীর উত্তরখানে দেড় বছরের এক শিশুকে হত্যার পর মা আত্মহত্যার চেষ্টা করেছেন। নিহত শিশুর নাম নেহাল সাদি।
নিহত নেহালের বাবার নাম সাজ্জাদ হোসেন মুরাদ। মায়ের নাম মুক্তি। তারা উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটির ৮৫৯ নম্বর বাড়ির চতুর্থ তলায় দুই বছর ধরে বসবাস করছে।
জানা গেছে, সাজ্জাদ হোসেন মুরাদ একটি দোকানের কর্মচারী। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি বাসায় ফিরে দেখেন শিশু মুরাদ পেট চেরা অবস্থায় বিছানায় মৃত পড়ে আছে। তার পাশে মুক্তিও অচেতন অবস্থায় পড়ে আছে। মুক্তির গলা থেকে রক্ত বের হচ্ছে। এ অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
উত্তরখান থানার ওসি শেখ সিরাজুল ইসলাম ইত্তেফাককে জানান, মুক্তি স্বীকার করেছেন তিনি শিশু নেহালকে কুপিয়ে হত্যা করেছেন। এরপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন।