সেবা ডেস্ক: লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য উৎসব ২০১৬ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। ওইদিন বিকেল ৩টায় লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে উৎসবের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক দেশ বরেণ্য কবি মুহম্মদ নূরুল হুদা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাজনীতিবিদ অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, ৭০’র দশকের বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক সৈয়দ আল ফারুক, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও বিশিষ্ট কবি খাতুনে জান্নাত। সাহিত্য উৎসবে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ পুরস্কার, মাসিক বাংলা আওয়াজ লেখক পুরস্কার এবং শিক্ষার্থীদের সাহিত্য কুইজ, আবৃত্তি, স্বরোচিত কবিতা পাঠ ও গল্প-কবিতা লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।