‘আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ’

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  দুর্নীতি মামলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব। রবিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আমি রায় দেখিনি। রায়ের কপিও হাতে পাইনি। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি।’
এর আগে হাইকোর্টের খালাসের রায় বাতিল করে সুপ্রিমকোর্টের দেয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রিভিউ পিটিশন খারিজ করে দেয় আপিল বিভাগ। 
এতে হাইকোর্টের খালাসের রায় বাতিল হওয়ায় সম্পদের হিসাব সংক্রান্ত মামলায় মায়াকে বিশেষ আদালতে ১৩ বছরের দণ্ড বহাল রইল। 
২০০৭ সালে জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় এ দণ্ড দেয়া হয়। এর বিরুদ্ধে মায়া হাইকোর্টে আপিল করেন। হাইকোর্টে নিম্ন আদালতে সাজা বাতিল করে এ রায় দেয়। ঐ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। 
 ২০১৫ আপিল বিভাগ হাইকোর্টের খালাসের রায় বাতিল করে রায় দেয়। একই সঙ্গে মায়ার আপিলের বিষয়বস্তুর ওপর পুনঃশুনানির জন্য নির্দেশ দেয়। এ আপিল পুনঃশুনানির আদেশ পুনর্বিবেচনা চেয়ে রিভিউ করেন মায়া।
তার পক্ষে অ্যাডভোকেট আবদুল বাছেত মজুমদার ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top