সেবা ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে ধর্মঘট পালন করছেন ছাত্ররা। রবিবার সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
তবে প্রশাসনের সহায়তায় তালা ভাঙা হয়। শিক্ষকরা ক্লাস নিলেও বেশিরভাগ শিক্ষার্থীই ক্লাসে অংশ নিচ্ছেন না।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জবি শাখার সভাপতি মুজাহিদুল অনিক জানিয়েছেন, নাজিম হত্যার বিচার, আবাসন সংকট দূর করে পর্যাপ্ত হলের ব্যবস্থা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার দাবিতে আমরা আন্দোলন করছি।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার সূত্রাপুরের হূষিকেশ দাস রোডে দুর্বৃত্তদের হামলায় নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।