সেবা ডেস্ক: শোনা যাচ্ছে, কবির খানের পরবর্তী ছবিতে কাজ করতে পারেন সালমান ও দীপিকা। একটি সূত্র বলিউড লাইফকে নিশ্চিত করেছে, ‘সুলতান’র পরের ছবিতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন সালমান খান। সেখানে তার বিপরীতে দীপিকাকে দেখা যাবে। ঐ সূত্রটি আরো জানায়, কবির খানের পরবর্তী ছবি কোনো প্রেমের হবে না। এটি অ্যাকশন থ্রিলার হবে। এর আগে কবির খান সালমান খানের সঙ্গে দুইটি ছবিতে কাজ করেছেন ‘এক থা টাইগার’ (২০১২) ও ‘বাজরঙ্গি ভাইজান’ (২০১৫)। দুইটি ছবিই বক্স অফিসে ভাল ব্যবসা করেছে।
সালমান খানের সঙ্গে কবির খানের বেশ ভাল সম্পর্ক রয়েছে। সালমানের প্রশংসা করে পরিচালক বলেছেন, সালমানের সঙ্গে আমার কাজের সম্পর্কের দিকটা অনেক স্বস্তিদায়ক। দুইটি ব্যবসাসফল ছবিতে কাজ করার পর আমি আবারো তার সঙ্গে কাজ করতে চাইব। তবে সেটি আমার পরবর্তী ছবিই হবে কি না সেটি বলা যাচ্ছে না। শোনা গিয়েছিল, ‘সুলতান’ ছবিতে নায়িকাদের দৌড়ে দীপিকা পাড়ুকোণই এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত আনুশকার কাছে হেরে যান তিনি। তবে দীপিকার এবার কবির খানের পরিচালনায় সালমানের সঙ্গে কাজ করতে পারবেন তিনি। সালমান খান বর্তমানে ‘সুলতান’ ছবিতে কাজ করছেন। অন্যদিকে দীপিকা পাড়ুকোণ টরোন্টোতে হলিউড ছবি ত্রিপল এক্স ছবির সিক্যুয়ালে কাজ করছেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।