সেবা ডেস্ক: বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে উলফসবার্গের কাছে ২-০ গোলে হেরে যায় জিদানের শিষ্যরা। আর এই হারের পুরো দায় নিজের ওপর নিলেন জিদান। সেই সঙ্গে জানালেন, ক্যাম্প ন্যু ম্যাচের ক্লান্তির ছোয়া ছিল এই ম্যাচের খেলায়। ম্যাচ শেষে জিদান বলেন, 'কোচ হিসেবে সব দায় আমার। আমরা ম্যাচটি আবার দেখব এবং বিশ্লেষণ করব। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আমিই দায়ী এবং অবশ্যই দেখতে হবে কী হয়েছিল।' এদিকে শিষ্যদের খেলায় কিছুটা অসোন্তোষ ছিল জিদানের কণ্ঠে। তিনি বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচের জন্য প্রয়োজনীয় ঐকান্তিকতা নিয়ে শুরু করিনি আমরা। আমরা এই ভুল করেছি। সম্প্রতি আমরা যা করেছি তা ইতিবাচক বলে আমি দিশেহারা হচ্ছি না। কিন্তু এই ম্যাচ নিয়ে আমরা খুশি নই।' গত শনিবার লা লিগায় বার্সেলোনার মাঠে ২-১ গোলে জয় পাওয়ার তৃপ্তি নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। তবে জিদানের কাছে মনে হচ্ছে, শনিবারের ওই ম্যাচের ক্লান্তির কারণেই হয়ত উলফবার্গের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি রোনালদোরা। আগামী মঙ্গলবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেন রেকর্ড ১০ বার এই টুর্নামেন্টের শিরোপা জেতা রিয়ালের কোচ জিদান। তিনি বলেন, 'একটা কাজই আমরা করতে পারি; শান্ত থাকা। …আমরা কষ্ট পাচ্ছি, হার সব সময়ই কষ্ট দেয়। তবে এখন আমরা জানি, এটা বদলে দেওয়ার সুযোগ আছে আমাদের। রিয়াল মাদ্রিদের হয়ে আমরা জানি, সমর্থকদের নিয়ে বার্নে ব্যুতে এটা ঘুরিয়ে দিতে পারি।

