সেবা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকায় অবস্থানরত দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।