সেবা ডেস্ক: আজ মঙ্গলবার সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল সিম পুনঃনিবন্ধনের জন্য বায়োমেট্রিক নিবন্ধন বুথ চালু করা হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এই বুথের কার্যক্রম উদ্বোধন করেন। তারানা হালিম বলেন, যারা এখন পর্যন্ত সিমের ‘ভেরিফিকেশন’ করেননি ১ মে থেকে স্বল্প সময়ের জন্য তাদের সিমটি ডিঅ্যাকটিভ করে ইঙ্গিত দেব। পর্যায়ক্রমে সিম বন্ধ রাখার সময় বাড়ানো হবে। এরপর এক সময় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। গত ১৬ ডিসেম্বর সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু করে সরকার। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে, যা ৩০ এপ্রিলের মধ্যে শেষ হবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।