সেবা ডেস্ক: সারা বিশ্বজুড়ে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা। কিন্তু সেই তুলনায় ইন্টারনেট সেবা রয়েছে পিছিয়ে। আর সে কারণে উন্নয়নশীল দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য ইন্টারনেট সেবা উন্নত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। এজন্য দুটি উদ্যোগ উন্মোচন করেছে এই সামাজিক যোগাযোগ জায়ান্ট। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত দুই দিনের বার্ষিক এফ৮ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। উন্নয়নশীল দেশগুলোর মানুষদের জন্য ফেসবুকের নেয়া দুটি উদ্যোগের একটি হলো ‘দ্যা অ্যান্টেনা রেডিও ইন্টেগ্রেশন ফর এফিসিয়েন্সি ইন স্পেকট্রাম (এআরআইইএস) সিস্টেম। এই উদ্যোগের ফলে উন্নয়নশীল দেশগুলোর দূরবর্তী এলাকাগুলোর ইন্টারনেট সংযোগের মান, দক্ষতা ও গতি উন্নত হবে। ফেসবুকের অপর উদ্যোগের নাম হলো টেরাগ্রাফ। এটি মূলত ৬০ গিগাহার্টজের এক বেতার ব্যবস্থা, যার লক্ষ্য বিশ্বের ঘনবসতিপূর্ণ ছোট ছোট শহরগুলোতে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। খবর- টাইমস অফ ইন্ডিয়া’র।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।