‘আমি খুব সন্তুষ্ট- নেহা ধুপিয়ার

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  বলিউডের ‘জুলি’, ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘দিল্লি হাইটস’ কিংবা ‘ফাঁস গায়ে রে ওবামা’র মতো অনেক ছবিতে প্রাক্তন মিস ইন্ডিয়া নেহা ধুপিয়ার অভিনয় প্রশংসিত হয়েছেন। তবে বলিউডে কখনও পায়ের তলায় মজবুত মাটি পাননি তিনি। বরাবরই তাকে লড়াই করে এগোতে হয়েছে বলে তিনি জানালেন। নিজের অভিনীত ছবিগুলো নিয়ে কি নেহা সন্তুষ্ট? উত্তরে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমি খুব সন্তুষ্ট। সবকিছু নিয়ে আফসোস করার মতো মেয়ে নই আমি। এখন পর্যন্ত যেসব কাজ করেছি তা নিয়ে আমি গর্বিত।’ যোগ করে তিনি বলেন, ‘সবাইকেই সংগ্রাম করতে হয়। আমি অবশ্য চব্বিশ ঘণ্টার সংগ্রামী।’ অনেকদিন ধরে কোনো ছবির কাজ করছেন না নেহা। তবে তাকে যে বেকার থাকতে হচ্ছে তা নয়। এখন ব্যস্ত জানিয়ে তিনি বলেন, ‘আমার কাছে যেসব চিত্রনাট্য এসেছে, সেগুলো উপভোগ করিনি। তাই কাজগুলো করা হয়নি। আমাকে মুগ্ধ করবে এমন ছবিতেই শুধু কাজ করবো। আমার জীবনটা খুব ব্যস্ত।’ নেহাকে এখন ছোট পর্দায় ‘এমটিভি রোডিস এক্সফোর’ অনুষ্ঠানে বিচারক হিসেবে দেখা যাচ্ছে। এ ছাড়া আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে আকাশদ্বীপ সাবির পরিচালিত ‘সান্তা বান্তা প্রাইভেট লিমিটেড’ ছবিটি। এতে তার সহশিল্পী বোমান ইরানি, বীর দাস ও লিসা হেডন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top