সেবা ডেস্ক: ময়মনসিংহের জেলার ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ছয়টার দিকে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে একটি ট্রাক দুমড়েমুচড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের চালক গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চালকের কোন পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেলে ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ট্রাক দুইটিকে রাস্তার মাঝখান থেকে সরানো হলে সকাল নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ভোর সাড়ে ছয়টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।