ইকুয়েডরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৪১

Unknown
0
সেবা ডেস্ক:  ইকুয়েডরের উপকূলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছে।
 
ভূমিকম্প আঘাত হানার পরে দেশটির ছয়টি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে উপকূলে ভয়ংকর ঢেউ আঘাত হানতে পারে উপকূলে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির মুসনে শহরের কাছে। শক্তিশালী এই ভূমিকম্পে উৎপত্তিস্থল থেকে ১৫০ কিলোমিটার দূরে দেশটির রাজধানী কিটোর ভবনগুলো কেঁপে ওঠে।
 
এ ছাড়া বিভিন্ন এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে বন্দরনগরী গুয়াইকুইলের একটি ওভারপাস ভূমিকম্পে ভেঙ্গে পড়েছে। সিএনএন ও বিবিসি। 
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top