সেবা ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে কোনো রিটেইলার টাকা নিলে তাদের ধরে থানায় দেয়ার পরামর্শ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
রবিবার বেসরকারি মোবাইল কোম্পানি বাংলালিংকের আয়োজনে রোড-শো শেষে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
তারানা হালিম জানিয়েছেন, সিম নিবন্ধনে অর্থগ্রহণসহ হয়রানির অভিযোগ জানাতে বিটিআরসির ২৮৭২ নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে।
তিনি জানান, এখন পর্যন্ত পাঁচ লাখ ৪৫ হাজার সিম নিবন্ধিত হয়েছে। ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিমগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে বার্তা পৌঁছে দেব। প্রথমে দুই ঘণ্টা, এরপর চার ঘণ্টা, ছয় ঘণ্টা-এক সময় ডিঅ্যাক্টিভ হয়ে যাবে।
গত বছরের ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশনের উদ্যোগ নেয় সরকার। এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে কাস্টমার কেয়ার সেন্টার ছাড়াও অপরাটেরগুলো রিটেইলারদের ইনসেনটিভ প্রদান করে। কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন স্থানে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।