ইউপি নির্বাচনে হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ আ’লীগ সভাপতি রাখালকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার দাবি

G M Fatiul Hafiz Babu

নিজস্ব প্রতিবেদক ঃ জামালপুরের দেওয়ানগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক প্রার্থীর এজেন্ট ও সাধারণ ভোটারদের গুলি করে হত্যার

প্রতিবাদে ও ওই ঘটনার সঙ্গে জড়িত চেয়ারম্যান প্রার্থী শাকিরুজ্জামান রাখালকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স'ানীয় এলাকাবাসী।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


জানা গেছে, গত ২৮ মে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুটারচর কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর একজন এজেন্ট ও ৪ জন ভোটারকে হত্যার প্রতিবাদে ২ হাজার মানুষ শুক্রবার বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সর্দারপাড়া বাজার থেকে শুরু করে বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।


মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদুর রহমান, যুগ্ন সম্পাদক আবদুর রশিদ,

সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, সহ- গোলাম মোস্তফা, ফিরোজ আহমেদ ,ছালাম মিয়া ও  রাখালের গুলিতে নিহত জিয়াউর রহমানের পিতা নুর ইসলাম মুন্সী প্রমুখ।


সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা অবিলম্বে ওই নৃশংস হত্যার সঙ্গে জড়িত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান

চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখালকে গ্রেপ্তার ও নির্বিচারে গুলি করে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস'া নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।


উল্লেখ্য , গত ২৮ মে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের খুটারচর এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী শাকিরুজ্জামান রাখাল জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাই করতে চাইলে বিদ্রোহী প্রার্থী শাহজাহান মিয়ার এজেন্ট জিয়াউর রহমান এতে বাধা দেয়ায় তাকে গুলি করে হত্যা করে রাখাল ।

 এ নিয়ে রাখাল ও শাহজাহানের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধলে পুলিশ পরিসি'তি নিয়ন্ত্রণে এলোপাথারী গুলি ছুড়লে পুলিশের গুলিতে আরও ৪ জন নিহত হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top