বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুকে গণসংবর্ধনা

G M Fatiul Hafiz Babu




জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ

জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে বৃহস্পতিবার দুপুরে গণসংবর্ধনা দেয়া হয়েছে।


সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জের কৃতি সন্তান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন এবং অপারেশন) মোখলেসুর রহমান (পান্না) ।

সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এসময় বক্তৃতা করেন জেলা পুলিশ সুপার নিজাম উদ্দীন, দেওয়ানগঞ্জ সার্কেল এএসপি তানভীর আহমেদ ,

 বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর, জয়নাল আবেদিন, নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বগারচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাবেক অধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা আফসার আলী ।


এসময় ইসলামপুর কৃষকলীগ লীগ নেতা জাবেদ মোশারফ , অতিরিক্ত আইজিপির ছোট ভাই সাদী, সাজ্জাদ হোসেন, আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস'াপক জামিল আল হোসাইন, ব্যবসায়ী ইয়াকুব আলী, যুব লীগের দপ্তর সম্পাদক আবদুল আলিম তারা, নজরুল ইসলাম সওদাগর,

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, সহ-সভাপতি গাজী শামীম প্রমুখ উপসি'ত ছিলেন।


অনুষ্ঠানে স'ানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা সহ সাধুরপাড়া ইউনিয়নের প্রায় ৪ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
পরে ঢাকা থেকে আগত সংগীত শিল্পিদের পরিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top