জাতীয় সংসদে উত্থাপিত আওয়ামী লীগ সরকারের বাজেটকে ‘মিথ্যা ও চোর’দের বাজেট বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল এর আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, ‘কিসের প্রতি এই প্রতিক্রিয়া। এই বাজেট তো মিথ্যা বাজেট, এটা চুরির বাজেট এবং চোরদের বাজেট। এতে জনকল্যাণ কিছুই হবে না। বরং এই বাজেট হবে দুর্নীতি প্রটেকশন বাজেট।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) প্রতিদিন দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছেন।’
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, সহসভাপতি মেহেদী আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদারসহ শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (০২ জুন) অর্থমন্ত্রী জাতীয় সংসদে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উত্থাপন করেন।