কলেরা বিষয়ক গবেষণার জন্য পুরস্কার পেলেন বাংলাদেশি গবেষক

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  কলেরা বিষয়ক গবেষণায় সাফল্যে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ওয়াটার (পিএসআইপিডব্লিউ) পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক শফিকুল ইসলাম। স্যাটেলাইট ডেটার মাধ্যমে পাওয়া ক্লোরোফিল তথ্য বিশ্লেষণ করে কলেরার প্রাদুর্ভাব সম্পর্কে তিন থেকে ছয় মাস আগে আগাম বার্তা দেওয়ার কৌশল আবিষ্কারের জন্য মার্কিন টাফটস বিশ্ববিদ্যালয়ের এই গবেষক স্বীকৃতি পেলেন। 
 
 
তার দলে ছিলেন ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ডের গবেষক রিটা কলওয়েল। পিএসআইপিডব্লিউ ওয়েবসাইটের তথ্যানুযায়ী শফিকুল-রিটার দল যৌথভাবে জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির ড. পিটার জে ওয়েবস্টারের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেয়েছে। পুরস্কারের ২ লাখ ৬৬ হাজার ডলার তাঁরা ভাগাভাগি করে নেবেন। সপ্তম পিএসআইপিডব্লিউ পুরস্কার গত ৫ অক্টোবর ঘোষণা করা হয়। আগামী ২ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সভাপতিত্বে এ পুরস্কার তুলে দেওয়া হবে। 
 
 
রিটা কলওয়েল স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে পূর্ব এশিয়ায় কলেরার পূর্বাভাস সম্পর্কে একটি মডেল দেন। শফিকুল ইসলাম মার্কিন মহাকাশ সংস্থা নাসার স্যাটেলাইট তথ্য ব্যবহার করে বঙ্গোপসাগর এলাকায় রিটার মডেলের সফল প্রয়োগের পাশাপাশি আরেকটি মডেল দেন। একই বিষয়ে দুজনের গবেষণার জন্য এ বছর তাঁদের পুরস্কৃত করা হয়েছে বলে পিএসআইপিডব্লিউ জানিয়েছে।
 
শফিকুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি ইউনিভার্সিটি অব মেইন ও এমআইটিতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি টাফটস বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top