বকশীগঞ্জে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট গ্রহণ চলছে

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক নম্বর ওয়ার্ড ও সাত নম্বর ওয়ার্ডের স'গিত হওয়া দুই কেন্দ্রে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরড়্গিত সদস্য পদে ৩১ অক্টোবর ভোট গ্রহণ চলছে।


এক ওয়ার্ডের সাধুরপাড়া নজরম্নল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও সাত ওয়ার্ডের আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে এ উপলড়্গে উপজেলা প্রশাসনের পড়্গ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস'া নেয়া হয়েছে।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,  চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ মে উপজেলার পাঁচ টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়।

 নির্বাচন চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাধুরপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ও সাত নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণ স'গিত করা হয়।


আজ ৩১ অক্টোবর এই দুটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


নির্বাচনে এক নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে সংরড়্গিত সদস্য পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অপরদিকে সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৬ জন একই সঙ্গে সংরড়্গিত সদস্য পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।


আচ্চাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৫১ এবং সাধুরপাড়া নজরম্নল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪৭৭ জন।


চেয়ারম্যান পদে মাহমুদুল আলম বাবু সংখ্যাগরিষ্ট পর্যায়ে ভোট পাওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন হবে না।

এ ব্যাপারে  রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ জানান , নির্বাচন অবাধ ও নিরপেড়্গ করতে সর্বাত্মক ব্যবস'া নেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২৫ জন ফোর্স ,এক ম্যাজিস্ট্রেট ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top