সেবা ডেস্ক: ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয়ের আপত্তিকর ছবি এবং আপত্তিকর তথ্য উপস্থাপন করে প্রচারণার অভিযোগে মো: শফি (৪০) নামের এক সৌদি প্রবাসীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বাজার এলাকা থেকে তাকে আটক করে। মো: শফি উপজেলার পদুয়ার রশিদ মো: সিকদার পাড়ার মৃত ইসমাইলের পুত্র।
লোহাগাড়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১, ১৯, ২১ ও ২৪ মেসহ বিভিন্ন সময়ে মো: শফি সৌদি আরবে থাকাকালীন সময়ে নিজ নামের ফেইসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুত্র সজীব ওয়াজেদ জয় এর আপত্তিকর ছবি এবং আপত্তিজনক কথা টাইম লাইনে শেয়ার করে।
এছাড়াও তিনি মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ছবি বিকৃতি করে পোষ্ট করে।
এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান বাদী হয়ে থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইনে মামলা দায়ের করে। গত ২/৩ মাস আগে মো: শফি দেশে এসে আত্মগোপন করে। লোকজনের সহায়তায় পুলিশ তাকে গত মঙ্গলবার রাতে আটক করে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩‘র ৫৭(২) ধারায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।