ঢাবি 'ক' ইউনিটের পাসের হার ১৩.৫৫ শতাংশ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ১৩.৫৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। 
 
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। 
 
ভর্তিচ্ছু ৯০ হাজার ৪২৪ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮৩ হাজার ৫৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬ হাজার ৬৪২ জন।  ‘ক’ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৭৪৫টি। 
 
পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd  ওয়েব সাইটে জানা যাবে। এছাড়া, DU KA  লিখে roll no টাইপ করে ১৬৩২১ নম্বরে যেকোন অপারেটরের মোবাইল ফোন থেকে send করে ফিরতি SMS এ ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবেন।
 
ফল প্রকাশের সময় অনুষদের ডিন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top