সেবা ডেস্ক: আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে এর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি প্রতিষ্ঠানটির নেপথ্যে থাকা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিরও প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ২০তম সম্মেলনে সিআরআই এর প্রশংসা করে বলেন, আমাদের সিআরআই আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান। যার মূল দায়িত্বে কিন্তু শেখ রেহানার ছেলে ববি। এটির (সিআরআই-এর) নেপথ্যে থেকে সে কাজগুলো করে যাচ্ছে। এখানে আমাদের ছেলে-পেলে আছে, সংসদ সদস্যরা আছে, তাদের নিয়ে কাজ করে যাচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, 'এখন আওয়ামী লীগ নিয়ে কেউ আগের মত অবহেলা করতে পারে না। অনেকেই প্রশংসা করে বলে যে, (সিআরআই-এর মত) এ ধরণের সুন্দর একটি প্রতিষ্ঠান আওয়ামী লীগ কিভাবে গড়ে তুলল।'