কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন রোধে মানব বন্ধন

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসায় ধরলা নদীর ভাঙ্গন রোধের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভাঙ্গন কবলিত এলাকায় সোমবার সকাল ১১ টা ১২ টা পর্যনত্ম মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল, কলেজ, মাদ্রাসার শিড়্গার্থীরাসহ কয়েক হাজার এলাকাবাসী অংশ নেয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন মোগলবাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরম্নজ্জামান বাবলু, মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক মোঃ আব্দুল হাই, শিড়্গক রেজাউল করিম রেজাসহ শিড়্গার্থীরা।


মানব বন্ধনে বক্তারা জানান, কুড়িগ্রামে ধরলা নদীর তীব্র ভাঙ্গনে প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘর-বাড়ীসহ ফসলী জমি। মোগলবাসা ইউনিয়নে গত এক সপ্তাহের ভাঙ্গনে ৩ শতাধিক ঘর-বাড়ী বিলীন হয়েছে।

 হুমকীর মুখে পড়েছে মোগলবাসা বাজার, ইউনিয়ন কমপেস্নক্স, ঐতিহ্যবাহী মোগলবাসা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়,

 সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে মোগলবাসা ইউনিয়ন জেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে। ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রম্নত কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top