
যুক্তরাষ্ট্রের এক এডমিরাল বৃহস্পতিবার জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও জোটের যুদ্ধ জাহাজগুলো ২০০৫ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ইরান থেকে ইয়েমেনগামী মোট চারটি অস্ত্রের চালান রুখে দিয়েছে। ভাইস এডমিরাল কেভিন ডনগান বলেন, এসব চালানে হাজার হাজার একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, স্নাইপার রাইফেল ও অন্যান্য আধুনিক অস্ত্র ছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম গাসেমি যুক্তরাষ্ট্রের এ দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন যেখানে ইয়েমেনে স্কুল, হাসপাতাল, কারাগার ও বাড়িতে নিরপরাধ বেসামরিক মানুষের ওপর আরব জোট যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং তাদেরকে গুলি করে মারছে তখন এ ধরণের অভিযোগ পুরোপুরি মিথ্যা। তিনি বলেন, বোমা বর্ষণ যুদ্ধাপরাধের শামিল। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বারবার ইরানের বিরুদ্ধে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে। এএফপি।