সুপ্রিমকোর্টে বিচারপতি ও আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিনেই বিচারপতি ও আইনজীবীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের উইন্টার গার্ডেন প্রাঙ্গণে এই পুনর্মিলনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। 
 
আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ আইনজীবীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। আইনজীবীরাও বিচারপতিগণের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
 
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার শফিক আহমেদসহ কয়েক হাজার আইনজীবী অংশ নেন। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন সিকদার প্রমুখ। পুনর্মিলনী অনুষ্ঠানে চা-চক্রের আয়োজন করা হয়।
 
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ শেষে ঐতিহ্য অনুযায়ী প্রতিবছর বিচারপতি ও আইনজীবীদের এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top