প্যারিসে চট্টগ্রামবাসীদের মিলনমেলা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ‘’রসের হতা হই হই আঁরে হদিন ভারাইবা, হতা দও না আঁরে তুঁই ভুলি ন যাইবা’’- চট্টগ্রামের বিখ্যাত এই আঞ্চলিক গানের সুরে সুরে মেতে ওঠেছিল ফ্রান্সে অবস্থানরত চট্রগ্রামবাসীরা। প্রবাসী শিল্পী বরন বড়ুয়া এর পর পরই  পরিবেশন করেন   ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, ‘’পরা ন র বন্ধুরে আঁই স তুঁই আঁর বারিত চাঁটগা শহরত’’ সহ চট্টগ্রামের জনপ্রিয় বেশকিছু আঞ্চলিক গান।
 
প্যারিসের মেট্রো হোসের মিলনায়তনে বৃহস্পতিবারের সন্ধ্যাটা ছিল চট্রগ্রাম প্রবাসীদের জন্য একেবারেই আলাদা একটা দিন। সুরের মায়ায় আবিষ্ট হয়ে ছিলেন হলভর্তি দর্শক। শুক্রবার এখানে কার্যদিবস থাকা সত্ত্বেও দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। চট্টগ্রামবাসীদের এ আয়োজন যেন রূপ নিয়েছিল প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলায়। ব্যস্ততম এই শহরে যেন একটু দেশিয় সুর, একটু দেশীয় উন্মাদনা এবং তার থেকে বেশি এক টুকরো বাংলাদেশ হয়ে ওঠে।
 
প্যারিসে অবস্থানরত চট্টগ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় শুরুতেই পবিত্র কোরান, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। পরে পঙ্কজ বড়ুয়ার পরিচালনায় এবং কমিউনিটি ব্যক্তিত্ব মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ফ্রান্স সার্বজনীন বিহারের অধ্যক্ষ বুদ্ধ প্রিয় ভিক্ষু, কমিউনিটি ব্যক্তিত্ব মিজান চৌধুরী মিন্টু, ফ্রান্স উদীচীর সভাপতি কিরণময় মন্ডল,  কমিউনিটি ব্যক্তিত্ব রেজা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইউরোপের সভাপতি উদয়ন বড়ুয়া, ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় রতন বড়ুয়া, ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ, অধ্যাপক অপু আলম,  তাপস বড়ুয়া রিপন ও শ্রী দীপ বড়ুয়া নিপু। 
 
চট্টগ্রামবাসীদের এ মিলনমেলায় প্যারিসের জনপ্রিয় শিল্পী রোজী মণ্ডল সাগর বড়ুয়া ও অনুভব বড়ুয়া সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের দেশীয় খাবারে আপ্যায়ন করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top