
মো. নাসির PSD সাহেবের আহ্বানে আয়োজিত আলোচনা সভায় সম-সাময়িক বিষয় নিয়ে বিশেষ বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম ও কাওসার আহম্মেদ।
তারা আগামী ২৮.১০.১৬ রোজ: শুক্রবার রাজবাড়ী, মাদারিপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলার সকল ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম এর কর্মী ও ডেসটিনি ২০০০ লি. এর ক্রেতা-পরিবেশকগণদের ফরিদপুরে বিভাগীয় ঈদ পূণর্মিলনী ও বিশেষ আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।