সেবা ডেস্ক: মেহদী হাসান মিরাজের কল্যাণে ইংল্যান্ডকে ২৪৪ রানে অলআউট করল বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২০ রানে লিডকে টপকানো এক সময় অসম্ভব মনে হচ্ছিল ইংল্যান্ডের জন্য। কিন্তু টেল অর্ডারে থাকা ক্রিস ওয়েকস ও আদিল রশিদের ৯৯ রানের জুটি শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২৪ রানের লিড এনে দেয়।
প্রথম ইনিংসে যেখানে ইংল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র জো রুট হাফসেঞ্চুরি পেয়েছে, সেখানে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ইংল্যান্ডের রানের চাকা সচল রেখেছিলেন ওয়েকস ও রশিদ। ব্যক্তিগত ৪৬ রানে ওয়েকস আউট হন মিরাজের বলে। এরপর স্টিভেন ফিনকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে ইংল্যান্ডের ইনিংসে সমাপ্তি টানেন তাইজুল ইসলাম।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন জো রুট। বাংলাদেশের পক্ষে ২৮ ওভার বল করে ৮২ রান দিয়ে ৬ উইকেট নেন মিরাজ।