গাজীপুরে ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  গাজীপুরে ট্রাকচাপায় তানিয়া আক্তার (২৭) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশন কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
 
তানিয়া আক্তার স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক এবং নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর গ্রামের সফিউল ইসলামের স্ত্রী। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবদুল সালাম জানান, তানিয়া কুনিয়া তারগাছ এলাকায় বাসা ভাড়া নিয়ে ওই কারখানায় চাকরি করতেন। সকাল ৬টার দিকে কারখানায় যাওয়ার পথে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 
 
স্থানীয়রা উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।-বাসস
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top