সেবা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, 'যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ এখন বেশি শক্তিশালী। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই আওয়ামী লীগকে স্তব্ধ করতে পারবে না।'
শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সম্মেলনে এ কথা বলেন তিনি। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। তাও এই দলকে দমানো যায়নি। ধ্বংস করা যায়নি। দিন দিন আরো শক্তিশালীই হয়েছে আওয়ামীলীগ।
তিনি বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়। শহীদদের রক্ত, জাতির পিতার রক্ত, হাজারো নেতা-কর্মীর রক্তের অনুভূতি এই আওয়ামী লীগ। আন্দোলন সংগ্রামে যে অনুভূতি সৃষ্টি হয়েছে সে অনুভূতির নাম আওয়ামী লীগ।