
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি জানান, শনিবার সকালে ইয়াবা চালান পাচারের গোপন সংবাদে বিজিবির একটি টিম ঐ এলাকায় অভিযান চালায়। এসময় পাচারকারীরা পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। ঐ পলিথিন ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে যা পরবর্তী সময়ে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ঐ কর্মকর্তা।
ইত্তেফাক.