কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে সাবরাং গুলাপাড়া গ্রাম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
 
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। তিনি জানান, শনিবার সকালে ইয়াবা চালান পাচারের গোপন সংবাদে বিজিবির একটি টিম ঐ এলাকায় অভিযান চালায়। এসময় পাচারকারীরা পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। ঐ পলিথিন ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
উদ্ধার করা ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে যা পরবর্তী সময়ে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ঐ কর্মকর্তা।
ইত্তেফাক.
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top