বায়োপিক ছবি ‘জেল্ডা’-তে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  অস্কারজয়ী পরিচালক রন হাওয়ার্ডের পরিচালনায় ১৯২০ সালের জনপ্রিয় জ্যাজ এজের প্রয়াত গায়িকা জেল্ডা ফেজরাল্ডের বায়োপিক ছবি ‘জেল্ডা’-তে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।
 
আমেরিকায় জ্যাজের চর্চা হতো ১৯২০ সালের দিকে। সেসময় জ্যাজ মিউজিক নাচের তাল যুক্ত করে বেশ জনপ্রিয় হলেও ধীরে ধীরে জ্যাজ এজের সমাপ্তি হয়। পরিচালক রন হাওয়ার্ড জেনিফার লরেন্সের মধ্য দিয়ে সেই চিত্র তুলে ধরতে চান। অবশ্য নতুন ছবিটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজকদের একজন হিসেবেও থাকবেন অভিনেত্রী লরেন্স। ব্যক্তিজীবনে লেখক এফ স্কট ফিেজরাল্ডকে বিয়ে করেছিলেন জেল্ডা। বিংশ শতাব্দির অন্যতম জনপ্রিয় আমেরিকান লেখক বলা হয় স্কট ফিেজরাল্ডকে। স্ত্রীকে জীবনের অপরিহার্য অনুপ্রেরণা হিসেবে এবং সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখতেন স্কট ফিেজরাল্ড। দু’জন সৃষ্টিশীল মানুষের এসব বিষয়গুলোই তুলে ধরবেন পরিচালক রন হাওয়ার্ড।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top