সেবা ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীর চরে কাপড় তৈরিতে ব্যবহৃত রং, ঘনচিনি, স্যাকারিন আর ফ্লেভার দিয়ে ম্যাংগো জুস ও এনার্জি ড্রিংকস তৈরির অভিযোগে আব্দুল কাদের নামে একজন কারখানা মালিককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরওয়ার আলম এই দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযান পরিচালনার সময় সেখানে নোংরা পরিবেশে কাপড়ে ব্যবহৃত বিভিন্ন রং, ফ্লেভার আর ঘনচিনি ও স্যাকারিনের দ্রবন তৈরি করে বিভিন্ন আকারের ম্যাংগো জুস ও এনার্জি ড্রিংকস তৈরি করা হচ্ছে। কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ও বিএসটিআইয়ের অনুমোদনবিহীনভাবে পাল্প ছাড়াই তৈরি করা হচ্ছে ম্যাংগো জুস।
অপরদিকে চকবাজার থানার আমেরিকান গলির ‘খোকন প্লাস্টিক ঘর’ হতে প্রায় এক ট্রাক পলিথিন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন তৈরি করার দায়ে চার ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।