'মওকা' পেয়ে ছক্কা পিটিয়েছি: রণবীর

Unknown
সেবা ডেস্ক:  'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের সাথে রণবীর কাপুরের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় দেখে চোখ কপালে উঠছে অনেকেরই। কিন্তু এ নিয়ে কোনো আফসোস নেই খোদ রণবীরের। তার বক্তব্য, 'সুযোগ পেয়ে ছক্কা পিটিয়েছি।'  
 
হ্যাঁ, ঐশ্বর্যের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া নিয়ে এ কথাটিই বলেছেন রণবীর কাপুর। এক রেডিও-কে দেয়া সাক্ষাৎকারে কথাটি বলেছেন ঋষি কাপুর পুত্র।
 
সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, ‘যখন স্কুলে পড়তাম, তখন থেকেই ঐশ্বর্যকে আমার ভালো লাগে। আমার মনে আছে, 'আ অব লওট চলে' ছবির শুটিং হচ্ছিল, সেখানেই ঐশ্বর্যের সঙ্গে আলাপ হয়। বন্ধুত্বও হয়। তারপর থেকে আরও বেশি ফ্যান হয়ে যাই।' রণবীর জানালেন, ‘অ্যায় দিল মুশকিল ছবির শুটিংয়ের সময় ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের দৃশ্য শুট করার সময় একটু নার্ভাস হয়েছিলাম। তবে ঐশ্বর্য নিজেই যখন বলল, 'কী হয়েছে তোমার? এমন লজ্জা পাচ্ছো কেন? আমরা তো অভিনয় করছি। তারপর আর কিছু ভাবিনি। সুযোগের সৎ ব্যবহার করেছি মাত্র। 'মওকা' পেয়েছি, ছক্কা মেরেছি।’
 
‘অ্যায় দিল হে মুশকিল’-এ প্রথমবার রণবীর ও ঐশ্বর্য জুটি বেঁধেছেন। অবশ্য ছবিতে এই দু’জনের সঙ্গে রয়েছেন আনুশকা শর্মাও।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top