
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়লেই বুঝতে পারবেন একজন মানুষ কীভাবে সারাজীবন আত্মত্যাগ করেছেন। আমরা আরো ডকুমেন্ট প্রকাশ করবো। যাতে আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে সব জানা যাবে। আজ সোমবার গণভবনে বিকাল ৫টার দিকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন-মান উন্নত করছি। রাস্তাঘাট তৈরি করছি। আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে এসব বলবেন।
তিনি বলেন, জঙ্গিবাদ হলো সারাবিশ্বের সমস্যা। আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দেই না।